উৎসর্গঃ আমার মেয়ে মার্জিয়া মুনতাহা নিশকা – যার চোখের দিকে তাকালে আমার আর বাড়তি কোনো ভাষার প্রয়োজন হয় না।
কিছু আকাশ মেঘলা থাকুক, কিছু দুপুর রোদেলা,
কিছু প্রশ্নের উত্তর না হয় নাইবা হলো খোঁজা।
তোমার স্পর্শে শব্দগুলো হঠাৎ এলোমেলো,
চোখের ভাষায় আমি পেলাম গভীর ভালোবাসার গল্প।
বলা হলো না কিছুই, অথচ সবটুকু হলো জানা,
হাতের মুঠোয় হাত রেখে, শব্দ বুনে নিরবতা।
সময় যখন থমকে দাঁড়ায় সেই নীরবতার টানে,
হৃদস্পন্দন ছন্দ খোঁজে ভালোবাসার গানে।
ব্যস্ত পৃথিবী থাকুক ব্যস্ত, আমরা না হয় একা,
দুজন মিলে খুঁজে নেব এক নতুন পথের দেখা।
তুমি মানেই বিশাল আকাশ, এক গভীর অনুকম্পা,
মেঘের আড়ালে লুকিয়ে রাখা এক চিলতে রোদ-খসা।
পৃথিবীটা থাকনা দূরে, থাকনা নিয়ম নীতি,
তোমার-আমার বন্ধন হোক শব্দহীন এক গীতি।
হাজার কথার ভিড়েও যখন ভাষা পায় না মন,
নীরবতাই হয়ে উঠুক, আমাদের শ্রেষ্ঠ আয়োজন।



Discussion
No comments yet.