অতঃপর ভেঙ্গে পড়ে সকল উচ্ছাস
আব্রু-আবরণ ফেলে নির্লজ্জ নগ্ন হয়ে
সামনে আসে স্বপ্নীল স্বরলিপি।
সংকীর্ণতাকে স্পর্শ করে হোচট খেলাম অদৃশ্য বাতাসে
বিন্দুর প্রভাব এভাবে রৌদ্রাভ আস্তরণ ঢেকে দেবে
যদি জানতাম……..
তাহলে আমিও পেতাম হিরম্ময় রেখায়িত জল।
শব্দের চাতুরীতে সম্পর্কের খসড়া রচনা
অযথা, অকারণ…… উচ্ছিষ্ট ভ্রুণের দিনলিপি শেষে
অবশিষ্ট থাকে শুধু
…….. নীল বোতাম….. উদ্ভট ক্ষয়িত মায়াবী জীবন।
লেখকঃ হোসেন মৌলুদ তেজো
বইঃ কবিতাটি অসংজ্ঞায়িত বইয়ে প্রকাশিত হয়েছে।
Discussion
No comments yet.