১
এখনও সে গল্প হয়ে ঘুরে বেড়ায়,
এই শহরের কালো বাতাসে, কোলাহলে
শব্দের ধারাপাতে, নির্লিপ্ত নিরবতার দেয়াল হয়ে।
আর আমি আমার সব গল্পের পান্ডুলিপি ছিড়েঁ
নিজেকে খুজে বেড়াই তার গল্পের উপসংহারে।
২
অনাদিকাল ধরে চলছে এই চর্চা,
শেষের কবিতার বরফ শীতল সৌন্দর্য থেকে রক্তাক্ত ট্রয়- নগরী
এই একই আবর্তে চক্রাকার, ইতিহাসের বর্ণীল পাতায়
আর আমার উপসংহার ক্লেদাক্ত, কারনে-অকারনে তার আসা-যাওয়ায়।
৩
রাত হাটে নিঃশব্দ পায়ে ভোরের দিকে
মিথ্যার কোলাহলে সত্য দিশেহারা,
ছন্দ-মাধুর্য ভুলে কবিতার সাথে গল্পের সখ্যতা
আমাদের এই অবাঞ্ছিত গল্পের উপসংহার জুড়ে
তার নিরুত্তাপ প্রহসনের থাবা আর আমার অশ্রুহীন কান্না।
লেখকঃ হোসেন মৌলুদ তেজো
বইঃ কবিতাটি অসংজ্ঞায়িত বইয়ে প্রকাশিত হয়েছে।
Discussion
No comments yet.