গোধূলি অবসরে তোমার নিঃস্বাশ যখন বায়ুমুখী
গোয়ালান্দ নম্র পদে সন্ধ্যা আঁধার করি সমর্পন
ভালোবাসা বুনো হলেও কি আনবেনা শিহরণ?
আমার নিঃস্বাশ আজ উতপ্ত, মাপে নত জল।
তুমি যা দেখেছো তাতো সুপ্তকান্ড-রুপ সবই শরীরী
আমি হতে চেয়েছিলাম তোমার তপ্ত মরুর দস্যু বেদুঈন
আমিতো চাইনি সেই নিষ্টুর দিন-রাত্রি, রুদ্র মহাকাল
উর্ধ্ব বাহু, মাতাল শাখায় তবে কেন বর্ষার আকাল।
আমি কি তবে সেই মাতাল অশ্ব, যার খূরে ধুলির প্রলয়
চতুর্থ চতুষ্কে মাধবি স্বপন, রসের প্রত্যয়
কতটুকু বেধেছে ফেনা, বলো কপতি, বৈশাখ বিদায় সঘনে
আমিতো আধাপাকা আস্তাবল, সহসা আবছা-আধারে।
কামনা করি প্রার্থনা অবিরত, উপেক্ষিত মরনে
জমেছে মেঘেরা করছে মেলা, আমি জানি মেঘের গল্প
তোমার জীবন, ভালবাসাতো বাঁধাছাদা নিত্ত্য চলাচল
এ কবিতা দিলাম তোমার চরনে, শুধু একবার বলো পাগল।
লেখকঃ হোসেন মৌলুদ তেজো
বইঃ কবিতাটি অসংজ্ঞায়িত বইয়ে প্রকাশিত হয়েছে।
Discussion
No comments yet.